Bruce Lee in The Green Hornet.
চ্যনেল সিক্সে এক কালে এটা দেখাতো।
- Comments:
- প্রচুর রিসোর্স আছে নেটে। ছোট দলগুলোকে বাদ দিয়ে মূলধারার কথাগুলো ঘেটে দেখুন।
সৌদি স্কলারদের ফতোয়া কিংবা দেওবন্দ/পাকিস্তানের মূলধারার আলেমদের ফতোয়া।তবে এই বিষয়ে সৌদি আলেমদের কথা কম। যেহেতু তাদের এই সমস্যা গুলো নেই। সমস্যাটা এই উপমহাদেশে বেশি। তাই হানাফি মাজহাবের আলেমদের এই বিষয়ে আলোচনা অনেক বেশি পাবেন।
রুল অফ থাম্ব: যদি দেখেন কোনো ছোট দল কোন একটা বিষয় নিয়ে অনেক বেশি কথা-আর্টিক্যল-জর্নাল ছড়াচ্ছে কোনো অবভিয়াস কারন ছাড়া, তবে প্রায় ক্ষেত্রেই তারা যা বলে এর বিপরতি মতটা ঠিক।
- একই। বড় দলগুলোকে আমি অনুসরন করি "তারা বড় দল" এ কারনে না। বরং বই পড়ে আমি যা কংক্লুশনে পৌছি সেটা মূলধারার সাথে মিলে যায় -- মূলতঃ সে কারনে।
তাদের দোহাই দিয়ে ছেড়ে দেই তর্ক এড়ানোর জন্য। বা এর পর কারো সথে তর্কে নেমে হেরে পথ হারা হওয়া থেকে বাচার জন্য।
অন্তর দিয়ে কোনটা ঠিক সেটা বুঝা, আর তর্ক করে সেটা ডিফেন্ড করতে পারা -- দুটো ভিন্ন জিনিস।
আপনার কথাগুলো সাথে এটা এড করলাম। বিরোধিতা না।