Post# 1505203623

12-Sep-2017 2:07 pm



৮০র দিকে হাই লেভেলের তর্ক:
বাংলাদেশের জমি ওশরি নাকি খারেজি। খারেজি হলে প্রতি বছর ফসলের ১০% জাকাত দিতে হবে না। ওশরি হলে দিতে হবে।

এ ব্যপারে পড়ে নিজের কংক্লুশনে পৌছেছিলাম। কিন্তু সেটা লিখলাম না। মুফতি তাকি উথমানির সাথে অধিকাংশ ব্যপারে আমার মত মিলে।

এখন বর্তমানে তর্ক:
বাংলাদেশ দারুল কুফর নাকি দারুল আমান। দারুল কুফর/হরব হলে সুদ খাওয়া _____ এবং আরো অনেক কিছু। দারুল আমান হলে এগুলো করা যাবে না।


একটা কারন আছে কেন নতুন নতুন তর্ক আমাকে আর টানে না। এগুলো দেখে এসেছি। একবার দুই বার না, অনেক বার। দশ বছর অন্তর অন্তর প্রতিবার একই তর্ক নতুন করে, বিভিন্ন পোষাকে।

প্রতিটা নতুন জেনারেশন এসে মনে করছে "আমাদের আগের জেনারেশনের সবাই ভুল। আমরা inner zen আবিষ্কার করেছি! আমরাই সঠিক। প্লিজ শুনেন! আপনার দৃষ্টি ভঙ্গি বদলিয়ে যাবে।"


এর পর দল আসে দল যায়।
And quiet flows the Don.
বুড়িগংগায় পানি বহে যায় আগের মত।

12-Sep-2017 2:07 pm

Published
12-Sep-2017