Post# 1505196023

12-Sep-2017 12:00 pm


এখন শুধু প্রয়োজন হলে চাল কিনতে হবে।
Panic Buying খারাপ জিনিস।
নিজেও ঠকতে হয় এরকম করলে।

News Today:

  • ঈদের পরে চালের দাম কেজিতে ৭/৮ টাকা করে বেড়েছে।
  • ৫০ কেজি নাজিরশাই বস্তা, যেটা ঢাকা বাসিরা খায়, কাওরান বাজারে এখন ৩৭০০ টাকা। অর্থাৎ ৭৫ টাকা কেজি।
  • ব্যবসায়িরা বলছে প্রতিদিন বাড়ছে চালের দাম, কালকে আরো ১ টাকা বাড়বে।
  • চালের দাম কমবে আগামি বৈশাখে। মানে সামনের বছর এপ্রিলে। যখন নতুন ফসল উঠবে।
  • সিলেটে বন্যার পানি আবার বাড়ছে। গত ছয় মাস ধরে সেখানে বন্যা চলছে।
      Comments:
    • http://mzamin.com/article.php?mzamin=82585
    • আগে যে পরিমানে কিনতাম, সেই পরিমানে। অর্থাৎ এক বস্তা কিনে এনে শেষ হবার পর পরের বস্তা, এভাবে।
    • প্রথম লাইনটা এডিট করে আপডেট করে দিয়েছি। to be clearer in meaning.

    12-Sep-2017 12:00 pm

  • Published
    12-Sep-2017