Post# 1505137732

11-Sep-2017 7:48 pm



সুদের ব্যবসা এখন এই দেশে রমরমা। গরিব কাউকে চিকিৎসা-লিখাপড়া বা যে কোনো কারনে টাকা দেন না কেন, সে ঐ টাকা দিয়ে সুদের ব্যবসা করবে।

গ্রামের প্রায় সবাই এই ব্যবসায়। যে যেখান থেকে পারছে চুরি করে হলেও সুদের ব্যবসা করছে। ধরা খেলে বলে "এটা চুরি না, কারন টাকাটা ফিরত দিয়ে দেবো।" এর আগে সুদের ব্যবসা করে যা পায় তাই লাভ।


আমানতদারী কমে যাচ্ছে। বলা হয়েছে, মানুষ রাতে শুয়ে থাকবে সকালে উঠার আগে আল্লাহ তার অন্তর থেকে আমানতদারী নিয়ে নেবে।

সাধারন লোকেরা সুযোগ পেলে চুরি করছে। বহু বছরের পুরানো বিশ্বস্ত নামাজি লোকেরাও এখন চুরি করে। অভাবের জন্য? কে জানে! এই রকম দেখেছিলাম ৭০ এর দিকে। আবার সেই যুগে আমার ফিরে গিয়েছি।


যিনা বেড়ে যাচ্ছে। অবিবাহিতদের জন্য যিনা "acceptable" করে তোলা হয়েছে। আর বিবাহিতদের জন্য "নিজের ভালোর জন্য হলে পাপ না।"

বৌ জামাইকে ছেড়ে পলিয়ে অন্য জায়গায় বিয়ে বসছে। আগের স্বামির থেকে তালাকের প্রয়োজন নেই। আর বিয়ের পাচ মাস পরে সেলিব্রিটির সন্তান হলে পেপারে এখন আনন্দের খবর ছাপায়।

11-Sep-2017 7:48 pm

Published
11-Sep-2017