Post# 1505003390

10-Sep-2017 6:29 am


"ইয়েমেনে যুদ্ধ লেগেছে কিভাবে?"


ইয়েমেনের জনগন আন্দোলন করে।
পুরানো প্রেসিডেন্ট ক্ষমতা ছেড়ে দেয়।
নতুন প্রেসিডেন্ট হন উনার ভাইস প্রেসিডেন্ট।

নতুন প্রেসিডেন্টের শাসনে অভাব দারিদ্রতা বিদ্রোহ বিভক্তি বাড়ে।
জনগনের এক ভাগ আন্দোলন করে পুরানো প্রেসিডেন্ট এর পক্ষে।
পুরানো প্রেসিডেন্টের পক্ষে হুতি শিয়ারা রাজধানি দখল করে নেয়।
নতুন প্রেসিডেন্ট পলিয়ে যায় সৌদিতে।

ইয়েমেন শিয়াদের হাতে চলে যাচ্ছে।
সৌদি বোমা ফেলা আরম্ভ করে।


সৌদি নতুন প্রেসিডেন্টের পক্ষে।
হুতিরা পুরানো প্রেসিডেন্টের পক্ষে।
জনগন বিভক্ত।


পুরানো প্রেসিডেন্ট : সালেহ।
নতুন প্রেসিডেন্ট : হাদি।

10-Sep-2017 6:29 am

Published
10-Sep-2017