Post# 1504969177

9-Sep-2017 8:59 pm


ধুমপান নিয়ে যারা ইনবক্সে প্রশ্ন পাঠাচ্ছেন তাদের জন্য:


২০০০ সালের আগে নিচে বর্নিত মত ছিলো। যেই সময় পর্যন্ত আমি এই সব ইলম জানার জন্য ছুটতাম। এগুলো আমার নিজের ফতোয়া না। বরং আলেমরা যা বলতো এবং আমি যা শুনতাম।

সালাফি : সিগারেট খাওয়া হারাম।
হানাফি : সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমি।

আগুন না জ্বালিয়ে, বরং তামাক পাতা চিবিয়ে খাওয়া, যেমন পানের সাথে কেউ কেউ খায়, এ ব্যপারে :

সালাফি : এরকম খাওয়া হারাম।
হানাফি : আগুন না জ্বালিয়ে, যদি সিগারেটের ভেতর থেকে তামাকটা বের করে কেউ চিবিয়ে খায় তবে সমস্যা নেই। যেমন জর্দা।

এর পর ২০০০ পরবর্তি ফতোয়া বদলিয়েছে কিনা জানি না।


উল্লেখ্য সন্দেহ জনক জিনিসে নিজের জন্য হলো তাকওয়া। অন্যকে বিচার করার জন্য ফতোয়া।

আমি সিগারেট খাই না, তামাকও চিবাই না, গুল ব্যবহার করি না, পান খাইনা, জর্দাও খাই না। এটা আমার তাকওয়া।

যারা খায় তাদের আমি নিজের তাকওয়া দিয়ে বিচার করি না। বরং যে খাচ্ছে তার মাজহাব আর তার মাজহাবের ফতোয়া দেখি। এতটুকু।


ফতোয়া দেবার দায়িত্ব আলেমদের।
অন্যের বিচার করার দায়িত্ব আমার না।

সর্বাবস্থায় আল্লাহ দেখেন আমার তাকওয়া।

9-Sep-2017 8:59 pm

Published
9-Sep-2017