Post# 1504940137

9-Sep-2017 12:55 pm


"কাঠাল ভাঙ্গার জন্য কারো মাথা দরকার কি? মাটিতে রেখেই ভাঙ্গা যায়।"

"প্রবাদটা আসলো কি করে?"

"হয়তো আদি যুগে পাকা ফ্লোর ছিলো না। মানুষের মাথায় রেখে ভেঙ্গে খাওয়ার রিতি ছিলো।"

"মনে হয় না। এমন থাকলে শুনতাম। ইতিহাসে পড়তাম। প্লাস, মানুষের মাথা ছোট। কাঠাল রেখে ভাঙ্গলে মাটিতে পড়ে যাবে। এর থেকে মাটির উপর রেখে ভাঙ্গা সহজ। ফ্লোর পাকা হওয়ার দরকার নেই।"

প্রবাদটা ভুয়া মনে হচ্ছে।

9-Sep-2017 12:55 pm

Published
9-Sep-2017