Post# 1504879350

8-Sep-2017 8:02 pm


সর্বোত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহম যেটা আমরা নামাজে পড়ি।
হানাফি শিক্ষার ভেতর থেকে নিচে আলোচনা করা হয়েছে।
তাই হানাফি না হলে এটা স্কিপ করে যান।


প্রচলিত ওজিফার বই থেকে দেখছিলাম আর কোনো দরুদ আছে কিনা।

পুরো বইয় ঘেটে একটা দুরুদে পেয়েছি যেটা আমার কাছে ভালো লেগেছে। সেটা দুরুদে লাখী।

কথাগুলো সুন্দর এবং আপত্তিকর বা সন্দেহ জনক কিছু নেই। নেটে ঘেটেও এর বিরুদ্ধে কিছু পাই নি। এর বর্নিত সোয়াবের ব্যপারে প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর কথাগুলো যেহেতু আমি বুঝি এবং এরকম অন্য হাদিসের কথা জানি তাই ব্যক্তিগত ভাবে আমার কাছে সেটা কোনো বড় প্রশ্ন না।


কিন্তু এখানে অপরিচিত একটা শব্দ পেয়েছি। قائد الغر المحجلين. নেটে সার্চ করে দেখলাম এটা হলো হযরত আলী রা: এর উপাধি যেটা রসুলুল্লাহ ﷺ উনাকে দিয়েছিলেন।
https://ar.wikipedia.org/wiki/قائد_الغر_المحجلين

আছে দুরুদের এই অংশে

صلوات الله تعالى وملئكته وانبيائه ورسله وجميع الخلائق على سيد المرسلين وامام المتقين وقائد الغر المحجلين وشفيع المذنبين سيدنا ومولنا محمد و على اله واصحابه وازواجه وذرياته واهل بيته واهل طاعتك اجمعين من اهل السماوت الارضين برحمتك ياارحم الراحمين

এর জন্য কনফিউশনে আছি। নচেৎ দুরুদটা রেগুলার পড়তাম।

8-Sep-2017 8:02 pm

Published
8-Sep-2017