দরুদ:
১
اللهم صلي على محمد النبي الأمي وآله وسلم تسليما
অর্থ: হে আল্লাহ আপনি মুহাম্মদ এর উপর যিনি নিরক্ষরদের নবী ছিলেন, আর উনার পরিবারের উপর সালাত পাঠান সালাম সহকারে।
জুম্মার দিন আসরের নামাজের পর কোনো কথা বলার আগে ৮০ বার পড়তে হবে। তাহলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
উচ্চারন ইউটুবের লিংক
https://www.youtube.com/watch?v=AeYjCSfVQew
২
সালাফিদের জন্য:
islamqa এর মতে হাদিসটা মওজু। এর উপর আমল করা যাবে না।
https://islamqa.info/ar/202162
৩
হানাফিদের জন্য:
islamweb এর মতে হাদিসটা জয়িফ, এবং ফাজায়েলের ক্ষেত্রে জয়িফ হাদিসের উপর আমল করতে নিষেধ নেই, কন্ডিশনালি।
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=75386
মাওলানা জাকারিয়া রাহি: এর ফাজায়েলে দুরুদে এই হাদিসটার উল্লেখ আছে।
এবং ইমাম গাজ্জালির এহইয়ায়ে উলুমুদ্দিনে। গাজ্জালির বই থেকে কোট:
يستحب أن يكثر الصلاة على رسول الله صلى الله عليه وسلم في هذا اليوم فقد قال صلى الله عليه وسلم : من صلى علي في يوم الجمعة ثمانين مرة غفر الله له ذنوب ثمانين سنة، قيل: يا رسول الله كيف الصلاة عليك قال: تقول: اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وتعقد واحدة
- Comments:
- এত জটিল জিনিষ বুঝি না ভাই। স্টেটাসে কোনো লাইন মুছতে বা বদলাতে হলে বলেন আমি বদলে দেবো ইনশাল্লাহ।
- আমি বুঝি নাই। মাশুকুর রহমান ভাই বুঝলো কিভাবে? :V
- Deep.