৬:১৩৮
وَقَالُواْ هَـذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ
لاَّ يَطْعَمُهَا إِلاَّ مَن نّشَاء بِزَعْمِهِمْ
وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا
وَأَنْعَامٌ لاَّ يَذْكُرُونَ اسْمَ اللّهِ عَلَيْهَا
افْتِرَاء عَلَيْهِ
سَيَجْزِيهِم بِمَا كَانُواْ يَفْتَرُونَ
তারা বলে এ জন্তু-ফসল নিষিদ্ধ।
কেউ খেতে পারবে না, যাদেরকে বলি তারা ছাড়া।
এ ধারনার কথা।
কিছু জন্তুর ব্যপারে বলে, এদের পিঠে চড়া নিষেধ।
কিছু জন্তু আল্লাহর নাম না নিয়ে জবাই করে।
এ আল্লাহর নামে বানানো কথা।
কথা বানানোর পরিনতি উনি তাদের দেবেন।
শব্দ,
হিজর-নিষিদ্ধ : حِجْرٌ হিজারা-পাথর, হুজরা-ঘর সবগুলোর রূট এক।
৬:১৩৯
وَقَالُواْ مَا فِي بُطُونِ هَـذِهِ الأَنْعَامِ
خَالِصَةٌ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَى أَزْوَاجِنَا
وَإِن يَكُن مَّيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاء
سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ
إِنَّهُ حِكِيمٌ عَلِيمٌ
তারা বলে এই জন্তুগুলো গর্ভে যা আছে
তার ভাগ পুরুষরা পাবে, মহিলাদের জন্য নিষেধ।
তবে বাচ্চা যদি মৃত হয় তবে সবার সমান ভাগ।
এরকম ব্যখ্যা করার পরিনতি উনি তাদের দেবেন।
উনি জ্ঞানি, জানেন।
শব্দ,
ওয়াসফ-বর্ননা : وَصْفَهُمْ ওয়াসিফ
এই আয়াতগুলোর পেছনের ঘটনা জানার জন্য তফসির দেখতে হবে।