নিজের জন্য:
- অন্যের কাছ থেকে সিম্পেথি খুজতে যাবে না। নিজে যতটুকু পারো করো।
- "কার কতটুকু ইমোশন দেখানো দরকার, কিন্তু দেখাচ্ছে না" এই সমালোচনায় যে ব্যস্ত সে লিড দিতে পারবে না। তাকে দায়িত্ব দেবে না।
- বিশ্বস্ত শক্তিশালি লোক খুজো। সবচেয়ে আবেগময় কথা যে বলে তাকে বিশ্বাস করবে কম। কর্মিরা কাজ করে, আবেগময় সাহিত্য চর্চা করে না।
- "যে দান করেছে তার সোয়াব সে পেয়ে যাবে। আমি টাকা নিয়ে কি করি সেটা আমার ব্যপার", এই বিশ্বাস নিয়ে অনেকে ফান্ড মিস প্লেইস করে। শুধু দানের সোয়াব পেতে চাইলে আমি পাশের ফকিরকে দান করতাম। এখানে মূল উদ্যেশ্য ঐ লোকদের হাতে সাহায্য পৌছানো। এটা আমাকে বুঝতে হবে।
- সরকারের পক্ষ থেকে এখন দানে কোনো বাধা নেই। আশা করা যাচ্ছে গত বারের মত অবস্থা হবে না। ইনশাল্লাহ।
- Everyone for himself. কাউকে প্রমোট করো না। যার পথ সে খুজে নিক।