Post# 1504747126

7-Sep-2017 7:18 am


৬:১৩৭
وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ
قَتْلَ أَوْلاَدِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوهُمْ
وَلِيَلْبِسُواْ عَلَيْهِمْ دِينَهُمْ
وَلَوْ شَاء اللّهُ مَا فَعَلُوهُ
فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
এভাবে শরিকরা অধিকাংশ কাফেরদের কাছে
নিজের সন্তান হত্যাকে সুন্দর করে দেখায়।
তাদেরকে ধ্বংশ আর ধর্মের মাঝে বিভ্রান্ত করার জন্য।
আল্লাহ চাইলে তারা এমনটা করতে পারতো না।
তাদেরকে তাদের বানোয়াট জিনিস সহ ছেড়ে দিন।

শব্দ,
রাদা-ধ্বংশ : لِيُرْدُوهُمْ রূট ওয়ার্ড হলো ردى এটা "রদ" থেকে ভিন্ন শব্দ।
লিবাছ-বিভ্রান্তি : وَلِيَلْبِسُواْ জামা লিবাছ একই শব্দ। শব্দটার দুই অর্থের মাঝে একটা অর্থ "বিভ্রান্তি"।
ফাতির-আরম্ভ করা : يَفْتَرُونَ এখানে "বানায়াট" অর্থ। বহুবার এই শব্দটা এসেছে এই সুরাতে।

১৮ পৃষ্ঠা শেষ।

7-Sep-2017 7:18 am

Published
7-Sep-2017