Post# 1504679909

6-Sep-2017 12:38 pm


এটা শেষ চ্যপ্টার। আরবী বইয়ের। যেটা আমরা পড়েছিলাম মধ্যপ্রাচ্যে। ক্লাস থ্রী তে। এর পর আর আরবী শিখা হয় নি।

ক্লাস সিক্স-সেভেন-এইটে এ দেশের স্কুলে আরবী সাবজেক্ট হিসাবে ছিলো। আইডিয়ালে সেই যুগে। এখন আছে কিনা জানি না। কিন্তু সেগুলো ছিলো দেশি ছাপা বই। এরকম ইন্টারেস্টিং না।

এর পর মেট্রিক ইন্টারমিডিয়েটের চার বছর চর্চা শূন্য। প্রায় সব ভুলতে বসেছিলাম। ইন্টারমিডিয়েটের পরে ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে গিয়ে "আল আরাবিয়াতু লি নাশিয়িন" পড়ে আবার শেখা আরম্ভ করি। এ হলো নিজের গরজে শেখা আরম্ভ। এর আগের সব ছিলো পাঠ্য তাই।

পুরানো একটা বই পাই যার কিছু পাতা এক দোকানে মসলা বিক্রির ঠোংগা হিসাবে ব্যবহার হয়। দোকান পরে বন্ধ হয়ে যায় বলে বইটা হাতে আসে। এটা ক্লাস সিক্সের আলিয়া মাদ্রাসার আরবী বই। তা দেখে আরবী গ্রামার শিখি।

ইউনিভার্সিটি থেকে চাকরি জীবনের একটা দীর্ঘ সময় আবার অফ।

এর পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের CALP এ ভর্তি হয়ে চার খন্ডের প্রেকটিক্যল আরবী শিক্ষার বই নিয়ে আসি। ক্লাস করার ইচ্ছা ছিলো না। শুধু বইগুলোর জন্য।

বছর খানেক বইগুলো পড়ার পর দুটো বই হারিয়ে যায়। এর পর আবার বন্ধ।

এর পর কিছু বছর আগে থেকে নেটের আরবী ছোট গল্প অনুবাদ করতে করতে শেখা আরম্ভ করি।

এভাবে চলছে.... জীবন :-)

6-Sep-2017 12:38 pm

Published
6-Sep-2017