Post# 1504625254

5-Sep-2017 9:27 pm


৬:১৩৩
وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ
إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاء
كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ
আপনার রব অমুখাপেক্ষি, দয়াময়।
চাইলে তোমাদের সরিয়ে তোমাদের পরে যাদেরকে চান আনতে পারেন।
যেভাবে তোমাদেরকে এনেছেন অন্য কওমের বংশধর হিসাবে।

৬:১৩৪
إِنَّ مَا تُوعَدُونَ لآتٍ
وَمَا أَنتُم بِمُعْجِزِينَ
যা ওয়াদা করা হয়েছে তা নিশ্চিৎ আসবে।
তোমরা এড়াতে পারবে না।

শব্দ,
আতা-আসা : لآتٍ এর আগে লা বসেছে। লাত একশব্দ না।
আজুজ-বৃদ্ধ দুর্বল : بِمُعْجِزِينَ এখানে এড়িয়ে যাওয়া। দুর্বলতার জন্য করতে না পারা?

5-Sep-2017 9:27 pm

Published
5-Sep-2017