Post# 1504594275

5-Sep-2017 12:51 pm



বার্মার মুসলিমদের নির্যাতনের কোনো ভিডিও দেখার ইচ্ছা ছিলো না। দেখলে যে আমার কোনো সোয়াব হবে, বা না দেখলে যে গুনাহ হবে, এরকম কোনো ফতোয়া আছে বলে জানি না।

দেশে এই ধরনের ভিডিও যারা পোষ্ট করে সবাইকে আনসাবসক্রাইব করেছি, বা ব্লক।

এর পর আরবী যে গ্রুপগুলোতে সাবস্ক্রাইবড আছি সেগুলোতে এই ভিডিও পোষ্ট আরম্ভ হয়েছে।

দেখতে হলো।


আখিরুজ্জামানে সংক্রান্ত হাদিসগুলোর মাঝে, সহি হাদিসগুলোতে শুধু মূল বড় ঘটনাগুলো বলা আছে। জয়িফ হাদিসগুলোতে ডিটেলস ব্যখ্যা দেয়া আছে কেন হবে? কি হবে? কিভাবে হবে? কার পরে কি?

মুসলিমরা কবরস্থানে গিয়ে কান্নাকাটি গড়াগড়ি করে বলবে, যদি আমিও তোমাদের সাথে কবরে থাকতাম -- এটা সহি হাদিসে আছে।

জয়িফ হাদিসে আছে -- তারা সেই একই ঘটনার কারনে কান্না কাটি করবে যেই ঘটনা এখন বার্মার মুসলিমদের উপর দিয়ে যাচ্ছে।

অনেকে জয়িফ হাদিসকে রিজেক্ট করে। তাতে সহি হাদিসগুলোর উপর তাদের নিজস্ব মনগড়া ব্যখ্যা নিয়ে আসা সহজ হয়। আমি ভিন্ন ভাবে দেখি।


সময়...।

    Comments:
  • অস্বিকার করছি না। যেহেতু স্পষ্ট কোনো ফতোয়া নেই, তাই নিজের ধারনা থেকে অনুসরন।
  • স্টেটাসটা কারেক্ট করে দিয়েছি। দায়িত্বটা আমার ঘাড় থেকে আলেমদের ঘাড়ে দিয়ে দিয়েছি।
  • জানলাম, জাজাকাল্লাহ। তবে এর কয়েকটা ভিডিও স্পষ্ট ভাবে আলেমদের দেখিয়ে ফতোয়া নেয়া ভালো এই রকম ভিডিও শেয়ার করা সোয়াবের হবে কিনা। এক ফতোয়াকে এক্সটেন্ড করে অন্য জায়গায় যেন প্রয়োগ হয়ে না যায়।
  • তাহলে এই আলোচনা আনকংক্লুসিভ হয়ে যাচ্ছে। অর্থহীন।
  • গত পাচ বছরের আগে হোক্স মনে করতাম। এবং ভেলিডলি। ৮০ তে বলা হতো ২০০০ সাল নাগাদ বাংলাদেশ সমূদ্রে ডুবে যাবে। পৃথিবীর লোক বসতীর এক তৃতীয়াংশ ডুবে যাবে। এই সব।

    ২০০০ সাল পার হয়েছে ডুবে নি। এর পর এই বছর চট্রগ্রামের জোয়ার ভাটা দেখে বিশ্বাস করছি ডুবা অস্বাভাবিক না। যদিও তাদের টাইমলাইনে কিছু হয় নি।

  • যারা জানতে চান কি রকম ভিডিওর কথা বলছি তারা এই খবর পড়ে দেখতে পারেন।
    http://mzamin.com/article.php?mzamin=81459
    http://mzamin.com/article.php?mzamin=81459

5-Sep-2017 12:51 pm

Published
5-Sep-2017