১
৮০ এর দিকে Acid Rain নিয়ে অনেক চেচামেচি হতো। এটা সেরে গিয়েছে এখন আর নেই। তখন Ozone Layer নিয়েও অনেক চেচামেচি হতো। সেটাও আর এখন নেই।
তাই ঐ সময়ে Global Warming নিয়ে যা কিছু বলা হতো সেগুলোকে আমরা ভাবতাম exaggerated. সেই acid rain আর ozone layer এর মত বাড়াবাড়ি। কিছু হবে না। শুধু বড় বড় কথা আর পত্রিকা বিক্রি ছাড়া।
The end is near টাইপের pessimism.
২
এখনো global warming নিয়ে খবর বের হয়। কিন্তু "এই হবে" টাইপের প্রেডিকশন না। "এটা হয়েছে" টাইপের নিউজ। যেমন আজকের খবর সমূদ্রের পানিতে অক্সিজেন কমে যাচ্ছে।
আমেরিকাতে বন্যা হয়েছে। ১ দিনে ৪ ফিটের বেশি বৃষ্টি। বন্যা চলছে বাংলাদেশে। দেশের তিনভাগের একভাগ ডুবে গিয়েছে। করাচি, মুমবাই, আফ্রিকা, ইয়েমেন।
৩
বাতাসের তাপমাত্রা বাড়লে energy per cubic inch বেড়ে যায়। সে থেকে ঝড় হয় আরো শক্তিশালি। বৃষ্টি হয় আরো প্রচন্ড। সংগে বজ্রপাত।
গত বছর এই মৌসুমে এরকম হয়েছে। এই বছর আরো বেশি হচ্ছে।