"না" শব্দটা কোরআন শরিফে লিখা হয় لا ما لن لم ليس দ্বারা।
কখন কোনটা বসে তার নিয়ম:
১
সহজ নিয়ম:
Verb যদি ا ي ن ت দিয়ে আরম্ভ হয় তবে:
Past : لم
Present : لا
Future : لن
Verb উপরের কোনোটা দিয়ে আরম্ভ না হলে : ما
পরের শব্দটা verb না হলে : ليس
২
এবার বিস্তারিত সঠিক নিয়ম:
Present এ : لا = করে না। Command বুঝালেও একই।
Past এ : ما = করে নি।
Future এ : لن = করবে না।
এর বাইরে لم : অর্থ বুঝায় past এ। লিখা হয় Present এ।
তাহলে ما আর لم এই দুটোর অর্থ একই কিন্তু verb একটাতে past এ থাকে অন্যটাতে present এ। আর لم একটু শক্ত করে বুঝায়। এমফেসিস দিয়ে।
পরের শব্দটা verb না হলে ليس বসে।
৩
এটা শেখা থাকলে আয়াতের প্রথমে মা হবে নাকি লা সেটা চিন্তা করে বের করতে পারবেন। এক্সেপশন হলে আলাদা করে শুধু ঐ কয়েকটা শিখে নিতে হবে।
উল্লেখ্য আরবীতে present আর future এর verb form একই এবং আরম্ভ হয় ا ي ن ت দিয়ে।
Past এ ভিন্ন রকম।