Post# 1504536877

4-Sep-2017 8:54 pm


"না" শব্দটা কোরআন শরিফে লিখা হয় لا ما لن لم ليس দ্বারা।

কখন কোনটা বসে তার নিয়ম:


সহজ নিয়ম:
Verb যদি ا ي ن ت দিয়ে আরম্ভ হয় তবে:
Past : لم
Present : لا
Future : لن

Verb উপরের কোনোটা দিয়ে আরম্ভ না হলে : ما
পরের শব্দটা verb না হলে : ليس


এবার বিস্তারিত সঠিক নিয়ম:
Present এ : لا = করে না। Command বুঝালেও একই।
Past এ : ما = করে নি।
Future এ : لن = করবে না।

এর বাইরে لم : অর্থ বুঝায় past এ। লিখা হয় Present এ।

তাহলে ما আর لم এই দুটোর অর্থ একই কিন্তু verb একটাতে past এ থাকে অন্যটাতে present এ। আর لم একটু শক্ত করে বুঝায়। এমফেসিস দিয়ে।

পরের শব্দটা verb না হলে ليس বসে।


এটা শেখা থাকলে আয়াতের প্রথমে মা হবে নাকি লা সেটা চিন্তা করে বের করতে পারবেন। এক্সেপশন হলে আলাদা করে শুধু ঐ কয়েকটা শিখে নিতে হবে।

উল্লেখ্য আরবীতে present আর future এর verb form একই এবং আরম্ভ হয় ا ي ن ت দিয়ে।
Past এ ভিন্ন রকম।

4-Sep-2017 8:54 pm

Published
4-Sep-2017