Post# 1504532994

4-Sep-2017 7:49 pm


হামজা যদি শব্দের মাঝে আসে তাহলে কি হবে? তখন

১। হামজার উপরে যে হরকত [জের-জবর-পেশ] আছে সেটা, আর
২। এর আগের অক্ষরে যে হরতক আছে সেটা

এই দুটোর কোনো একটাতেও যদি,

১। কাসরা-জের থাকে তবে ئ হবে। নচেৎ
২। দাম্মা-পেশ থাকলে ؤ হবে। নচেৎ
৩। ফাতহা-জবর থাকলে أ হবে। নচেৎ
৪। সুকুন থাকলে ء হবে।

১ নং টা প্রথম প্রায়োরিটি পাবে ৪ নং শেষ প্রায়োরিটি।

নিচের ভিডিওতে ব্যখ্যা। আরবীতে।

https://www.youtube.com/watch?v=tC0ulJ_DZZg&spfreload=10

4-Sep-2017 7:49 pm

Published
4-Sep-2017