Post# 1504523269

4-Sep-2017 5:07 pm


হামযা একেক সময়ে একেক ভাবে أ ؤ ئ ء লিখা হয় কেন?

সহজ উত্তর হলো হামযার আগের অক্ষরে যের-জবর-পেশ যেটা আছে সেটার উপর ভিত্তি করে হামযা আলিফ-ওয়াও-ইয়ার উপর বসে।

আর আগের অক্ষরে সাকিন থাকলে, মানে কিছু না থাকলে, হামযা নরমাল হামযার মত লিখা হয়।

এর উপর আরবি লেকচার নিচে। শব্দের শেষ অক্ষর হামযা হলে এই নিয়ম।

https://youtu.be/zN_zVPTrw18?t=20s

4-Sep-2017 5:07 pm

Published
4-Sep-2017