Post# 1504510175

4-Sep-2017 1:29 pm


80s : চার পরিবার মিলে এক গরু। নিজেরা সবাই মিলে গরু বানাতো। কাজ করার বহু লোক। তাই সমস্যা নেই। পোলাপাইনদের কমপুটার গেইম ছিলো না। ডিশ-টিভি ছিলো না। তাই সবাই শরিক হতো, যে যতটুকু পারতো। হাসি আনন্দ, গল্প, অন্দর মহল থেকে চা বিস্কুট দিয়ে শেষ হতো গরু বানানি।

90s : দুই পরিবার এক গরু। নিজেদের সাথে আরো দুই জন ভাড়া করা লোক। সে থেকে "ঐ ধর" "তোরা কোনো কাজ পারস না" "কিছুই তো করলি না, আমরা সব করলাম" এই ধরনের কথা।

00s : প্রতি পরিবার এক গরু। সব ভাড়া করা লোক দিয়ে কাজ। তবে মালিক চেয়ার নিয়ে পাশে বসে থেকে তদারকি/মাতব্বরি করতো।

10s : ঢাকা শহরে পাশে বসে মনিটর করার মত লোক নেই। কসাইদের হাতে সব।

4-Sep-2017 1:29 pm

Published
4-Sep-2017