চামড়ার দাম :
সাল : প্রতি বর্গফুট
২০১৩ : ৮৫-৯০ টাকা
২০১৪ : ৭০-৭৫ টাকা
২০১৫ : ৫০-৫৫ টাকা
২০১৬ : ৪৫-৫০ টাকা
২০১৭ : ৫০ টাকা।
আর ভারতে এই বছর : ৯০ টাকা।
যদিও ভারতের চামড়ার কোয়ালিটি বাংলাদেশের থেকে খারাপ।
আর সারা বছর কসাইদের থেকে ট্যনারিরা চামড়া কিনেছে : ৬০-৭০ টাকা।
ট্যনারিগুলোর চামড়া প্রসেস করার পর রপ্তানি করে আয়:
যে চামড়া দেশে কিনা : ১,০০০ টাকা
সে চামড়া বিদেশে রপ্তানি : ৪,০০০ টাকা।
৬০% চামড়া সংগ্রহ হয় কোরবানীর ঈদে। বাকিটা সারা বছরে।
সোর্স প্রথম কমেন্ট।