Post# 1504450282

3-Sep-2017 8:51 pm


আল্লাহ যার ভালো চান
তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন।
যাকে বিপথগামী করতে চান,
তার অন্তরকে আটোসাটো সংকির্ন করে দেন যেন সে আকাশে উড়ছে।
এভাবে আল্লাহ যারা ঈমান আনে না, তাদের অন্তর ময়লা করে দেন।

এ আপনার রবের সরল পথ।
মনযোগীদের জন্য আয়াতকে বিশদ ব্যখ্যা করছি।
যাদের জন্য শান্তির ঘর আছে তাদের রবের কাছে।
উনি তাদের বন্ধু তাদের কাজের কারনে।

সেদিন তাদেরকে এক করা হবে।
হে জ্বীন! অনেক মানুষকে তোমরা নিয়েছো।
মানুষদের মাঝে জ্বীনদের বন্ধুরা বলবে
আমাদের রব!
আমরা তাদের থেকে, তারা আমাদের থেকে উপকার নিয়েছি।
এর পর আপনার শেষ সময় আমাদের কাছে চলে আসে।

উনি বলবেন, তবে আগুন তোমাদের জায়গা, সেখানে ঢুকবে,
আল্লাহ যাকে চান না, সে ছাড়া।
আপনার রব জ্ঞানী, জানেন।
এভাব আমি জালমদের দলে দলে বন্ধুত্ব করে দেই,
তাদের কামাইয়ের কারনে।

হে জ্বীন আর মানুষ!
আমি কি তোমাদের কাছে রাসুল পাঠাই নি? তোমাদের মাঝে থেকে?
তোমাদেরকে আমার আয়াত বলতো,
আর এই দিনের, এই সাক্ষাতের হুশিয়ারি জানাতো?
তারা বলবে, আমরা নিজেরা নিজেদের সাক্ষি।
দুনিয়ার জীবন তাদের বিভ্রান্ত করে রেখেছিলো।
তারা সাক্ষি যে নিজেরা কাফের ছিলো।

- সুরা আল-আনআম, পৃষ্ঠা ১৭ থেকে।

3-Sep-2017 8:51 pm

Published
3-Sep-2017