প্রতি সপ্তাহে ২ পৃষ্ঠা বনাম সপ্তাহে ৬ পৃষ্ঠা করে শিখার মাঝে অনেক পার্থক্য।
একটাতে, প্রতি দিন খুব সামান্য সময় লাগে শিখার জন্য। অবসর সময়ে শেখার পরও আরো প্রচুর সময় অবসর থাকে। অন্যটায় প্রায় সারা দিন শেখার উপর থাকতে হয়।
একটাতে খুব ভালো মত প্রতি পাতা শেখা হয়। অন্যটাতে শেখা ভাসা ভাসা থাকে। কিছু দিন পর ভুলে যাওয়ার আশংকা।
একটাতে দিনে ৩০-৪০ মিনিট সময় দিলে হয়। অন্যটাতে দৈনিক ৩-৪ ঘন্টা।
একটাতে burn out হবার আশংকা নেই, ইনশাল্লাহ। অন্যটাতে প্রায় নিশ্চিৎ।
এর পরও সমাপ্তির দ্রুততার দিক থেকে দুটোতে খুব বেশি পার্থক্য নেই। একটাতে ৬ বছর লাগবে, অন্যটাতে ২ বছর।
তাই সময় নিয়ে ধীরে শেখা ভালো। ২ বছর আর ৬ বছরে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু ভালো আর মন্দ শিখার মাঝে অনেক পার্থক্য।
Note to self.