Post# 1504343110

2-Sep-2017 3:05 pm


৬:১২৭
لَهُمْ دَارُ السَّلاَمِ عِندَ رَبِّهِمْ
وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُواْ يَعْمَلُونَ
তাদের জন্য আছে শান্তির ঘর, তাদের রবের কাছে।
উনি তাদের বন্ধু তাদের কাজের জন্য।

৬:১২৮
وَيَوْمَ يِحْشُرُهُمْ جَمِيعًا
يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُم مِّنَ الإِنسِ
وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ الإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ
وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِيَ أَجَّلْتَ لَنَا
قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا
إِلاَّ مَا شَاء اللّهُ
إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَليمٌ
সেদিন তাদেরকে এক করা হবে।
হে জ্বীন! অনেক মানুষকে তোমরা নিয়েছো।
মানুষদের মাঝে যারা তাদের বন্ধু, বলবে
আমাদের রব! আমরা তাদের থেকে উপকার নিয়েছি, তারা আমাদের থেকে।
এর পর শেষ সময় চলে আসে, আপনার ঠিক করা।
উনি বলবেন, আগুন তোমাদের থাকার জায়গা, সেখানে ঢুকবে।
আল্লাহ যাকে চান সে ছাড়া।
আপনার রব জ্ঞানী, সব জানেন।

শব্দ,
মাততায়া-আনন্দ : اسْتَمْتَعَ মত্ত থাকা
থাওয়া-বসবাস : مَثْوَاكُمْ

2-Sep-2017 3:05 pm

Published
2-Sep-2017