হজ্জ এক্সপেরিয়েন্স:
১
প্রথম দিনের, মানে ঈদের দিনের পরিশ্রমের পর আজকে আধা রাত ঘুমিয়ে ১২ টায় উঠে যেতে হবে। মোবাইলে এলার্ম এই সময়ে কাজে লাগে। এখন তোয়াফের জন্য হারাম শরিফে যেতে হবে।
এই ৬ কিলোমিটার রাস্তা হেটে যাওয়া ভালো যদি সংগে মহিলা না থাকে। টানেলের ভেতর দিয়ে শর্ট কাট। ১ ঘন্টা লাগবে।
গাড়িতে গেলেও ১ ঘন্টা হাটতে হবে গাড়িতে উঠার আগে আর নামার পরে। এর উপর বাসে গেলে ভাড়া ১ হাজার বাংলা টাকা, ট্যক্সিতে ৫ থেকে ১০ হাজার।
২
রাতে প্রচন্ড পরিশ্রান্ত বলে অনেকে চিন্তা করে: সম্ভব না, বরং সকালে যাবো। সকালে গেলে প্রচন্ড ভিড়ে পড়তে হবে তোয়াফের সময়। সবাই সকাল যায় বলে।
৩
হারামে পৌছে ফজরের নামাজের আগে তোয়াফ। আর নামাজের পরে সায়ি। সায়ির সময়ে দেখবেন তোয়াফে প্রচন্ড ভীড় বেড়ে যাচ্ছে। সায়ি শেষ করে হেটে আবার মিনায় ফিরত। তখন লক্ষ লক্ষ লোক মক্কায় যাচ্ছে তোয়াফের জন্য।
৪
ফিরতে ফিরতে সকাল ১০ টা। আজকেও ১০ ঘন্টা প্রায় পুরোটা হাটার উপর। পায়ে ঠোসা পড়ে যাওয়া কমন।
৫
এর পর কিছু বিশ্রাম করে বিকাল ৩ টার দিকে যেতে হবে পাথর মারতে। এর পর আজকের কাজ এখানে শেষ।