Post# 1504261453

1-Sep-2017 4:24 pm


তোমরা কেন আল্লাহর নামে যা জবাই করা হয়েছে তা খাও না?
অথচ তোমাদেরকে বলে দেয়া হয়েছে, কি তোমাদের জন্য হারাম।
তবে নিরুপায় হলে ভিন্ন কথা।
অধিকাংশ লোক ইলেম ছাড়া মন মত চলে বিপথগামী হয়।
আপনার রব সীমা অতিক্রম কারীদেরকে জানেন।

আর গোপন-প্রাকাশ্য গুনাহ ছেড়ে দাও।
যারা গুনাহ করে তারা কাজের ফল পাবে।

আল্লাহর নামে যা জবাই হয় নি তা খেও না, এটা ফাসেকি।
শয়তানরা তাদের বন্ধুদের পরামর্শ দেয় তোমাদের সাথে তর্ক করতে।
তাদের অনুসরন করলে তোমরা মুশরিক হয়ে যাবে।

যে মৃত ছিলো এর পর জীবিত করেছি
তাকে নূর দিয়েছি, এ দিয়ে সে মানুষের মাঝে হাটে।
সে কি তার মত? যে অন্ধকারে, কখনো বের হবে না!
এভাবে কাফেরদের কাজ তাদের কাছে সাজিয়ে দেয়া হয়।

এভাবে প্রতি শহরে অপরাধীদেরকে নেতা বানাই,
যেন তারা সেখানে পরিকল্পনা করে।
তাদের সব পরিকল্পনা নিজেদের বিরুদ্ধে,
যদিও তারা বুঝে না।

তাদের কাছে আয়াত আসলে বলে
আল্লাহর রসুলকে যা দেয়া হয়েছে
সেই ভাবে আমাদেরকে না দিলে ঈমান আনবো না।
আল্লাহ জানেন রিসালাত উনি কোথায় পাঠাবেন।
পাপিরা আল্লাহর অপমান আর আর কঠিন শাস্তি ভোগ করবে,
তাদের পরিল্পনার জন্য।

- সুরা আল-আনআম, ১৬ পৃষ্ঠা থেকে।

1-Sep-2017 4:24 pm

Published
1-Sep-2017