Post# 1504253181

1-Sep-2017 2:06 pm


ঢাকায় গরুর বাজার এই বছর।

বুধ : দাম অনেক বেশি। দুই একজন যারা কিনে তারা অনেক দামে কিনে।
বুধবার রাত : দাম কমে যায়। অনেকে সস্তায় গরু কিনে আনে।
বৃহস্পতি : অনেক কম। ব্যপারিরা গরু বিক্রি করে দিচ্ছে দাম আরো কমে যায় কিনা এই ভয়ে।
বৃহস্পতিবার রাত : দাম চড়ে যায়। এই সময়ে বাকি সবাই গরু কিনে ফেলে।
শুক্র : গরু কম, ক্রেতাও কম। যে হাটে গরু শেষ সেখানে দাম চড়ে। যেখানে অনেক গরু সেখানে দাম কমে।
শুক্রবার রাত : ঈদের রাত, কি হবে? দাম বেড়ে যাবে নাকি কমবে?

    Comments:
  • আমি কিনে ফেলেছি।

1-Sep-2017 2:06 pm

Published
1-Sep-2017