Post# 1504194850

31-Aug-2017 9:54 pm


হজ্জ টিপস,


মুজদালিফা ঢুকার পরে প্রথম কাজ হয় সোজা রাস্তা দিয়ে না হেটে ডান দিকের কোনো রাস্তা নিয়ে মাঠের সাইডে চলে যাওয়া। সোজা রাস্তায় টয়লেটে প্রচন্ড ভীড়। একেক দরজায় ২০-৩০ জন করে লাইন। সাইডে চলে গেলে কমে যায়। ২-৩ জন করে লাইনে।

টয়লেটের সমস্যার জন্য এই দিন কম খাওয়া ভালো।


বাংগালিরা যেহেতু মিনার দিনগুলোতে মিনায় না থেকে মুজদালিফার একাংশের তাবুতে থাকে। তাই নিজের তাবুতে ফিরে গেলেও ট্যকনিক্যলি ঠিক আছে। তবে কেমন যেন দল ছাড়া মনে হবে।

বাকি সবাই রাস্তার সাইডে খোলা মাঠে ঘুমায়।


এত কষ্ট না করে শর্টকাট হজ্জ করার উপায় আছে। মুজদালিফায় না থেমে, নিজের বাসায় চলে যাওয়া। এজেন্সি এই সময়ে মক্কার বাসা ছেড়ে দিয়ে মিনার কাছে কোনো এলাকায় বাসা ভাড়া নেয়।

এর পর বাকি দিনগুলো সেখানেই থাকা, এবং প্রক্সি দিয়ে পাথর মারা। টিকেট কেটে কোরবানী। এবং তিন দিনের মাঝে কোনো একদিন গিয়ে তোয়াফ করে আসা। যাদের সংগে মহিলা থাকে তারা সাধারনতঃ এরকম করে।

31-Aug-2017 9:54 pm

Published
31-Aug-2017