Post# 1504070210

30-Aug-2017 11:16 am


আরাফার দিন রোজা: এর সোয়াব হলো গত এক বছর আর সামনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়।

জিলহজ্জের ৯ তারিখ আরাফা। সৌদিতে ৯ তারিখ কালকে বৃহস্পতিবার। আর বাংলাদেশে ৯ তারিখ হলো আগামি শুক্রবার, সৌদিদের পর দিন।

তাহলে কবে রোজা রাখতে হবে?

এর ব্যপারে ১/ প্রচলিত ফতোয়া, ২/ হানাফি আলেমদের ফতোয়া, এবং ৩/ islamqa এর ফতোয়া তিনটাই হলো -- যে দেশে যে দিন ৯ তারিখ সে দিন। মানে বাংলাদেশে শুক্রবার রোজা রাখলে সেই সোয়াব পাবো।

আর এর বাইরে কিছুটা আধুনিক ফতোয়া হলো যে দিন হাজ্জিরা আরাফার মাঠে যাবে সেদিন। অর্থাৎ বৃহস্পতিবার।

পারলে দুই দিনই রাখি।

    Comments:
  • কিছু বদলাতে হবে এই স্টেটাসে? নাকি ঠিক আছে?
  • তাহলে কিছু বদলানোর নেই।
  • I believe you are the first in Dhaka to do so, right? (Y)
  • Wao! Can I purchase one in Dhaka? What might be a base price? And is plastic available in reasonable price?
  • $15/kg is real cheap. Considering to buy one :-) within 80K BDT.
  • আমি কিন্তু এখানে কোনো সাইডের বিরুদ্ধে লিখি নি। বা পক্ষ নেই নি। মানে আমার কাছে তাই মনে হচ্ছে। যাস্ট ফ্যক্টগুলো তুলে ধরেছি।

    এটা পড়ে কি মনে হয় আমি কোনো দিকে ঝুকেছি? প্লাস "আধুনিক" না লিখে "কিছুটা আধুনিক" লিখেছি এটা সফট করার জন্য। :-P

    জিনিসগুলো বললাম কত রকম চিন্তা করে ব্যলেন্স করতে হয় এটা দেখাতে। :V

  • :-) by the way, আমি যদি ১ দিন রোজা রাখতাম তবে কিন্তু কালকে শুধু রাখতাম। এটা উল্লেখ করি নি বা এর পক্ষে লিখি নি যাষ্ট নিজের মতকে হাইলাইট না করার জন্য।

    কিছু ইনডিকেট করে আপনাকে এই কথাগুলো বলছি না। Idle chat. সুখ দুঃখের কথা। :-)

30-Aug-2017 11:16 am

Published
30-Aug-2017