Progress.
সপ্তাহে ৩ পৃষ্ঠা করে শিখছি।
আয়াতের পর আয়াত মনে রাখার জন্য এখন story board টেকনিক। তাতে স্পিড অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। ছবিগুলো মাথায় না রেখে কাগজে একেবারে একে। টেকনিকটা আগে শেয়ার করেছিলাম।
শুনার উপর ডিপেন্ডেসি অনেক কমিয়ে আনতে পেরেছি। শুনাটা লাগতো মূলতঃ কোন আয়াতের পর কোন আয়াত মনে রাখার জন্য।
যথেষ্ট বিশ্রাম এরপরও নিশ্চিৎ করতে হয়। তিন পৃষ্ঠা শিখতে যদি ৪ দিন নেই, তবে এর পর সপ্তাহের বাকি ৩ দিন রেস্ট।
একনাগাড়ে ৩০ মিনিটের বেশি শিখি না। ব্রেক দিতে হয়। এখন দৈনিক দেড় ঘন্টা করে। কারন পুরানো গুলো রিভিশন দিতে হয় ৩০ মিনিট।