Post# 1503944051

29-Aug-2017 12:14 am


কেন আমি পোষ্টে কমেন্ট পছন্দ করি না:


অধিকাংশ ক্ষেত্রে আমি অবজারভেশন লিখি। কোনো দল মতের পক্ষে বা বিপক্ষে সরাসরি কিছু লিখি না। শেষে এড করে দেই watching... দেখছি শুধু। এটা অবজারভেশন।

কিন্তু এর পরই পক্ষে বিপক্ষের লোকেরা কমেন্টে এসে পক্ষে বা বিপক্ষে শ্লোগান তুলে। পাঠকরা মনে করে নিউট্রালিটির ভং ধরে আসলে এই উসকে দেয়াটা আমার মূল উদ্যেশ্য ছিলো।


মুসলিমদের মাঝে কোন দলই সম্পূর্ন ভালো বা মন্দ না। দোষ গুন সবার আছে। এটা বুঝে খুব ব্যলেন্স করে আমাকে লিখতে হয়।

এর পর কমেন্টে যার যেই দলকে পছন্দ বা অপছন্দ, সে তার পক্ষে প্রোপাগান্ডা মেটেরিয়াল পোষ্ট করতে থাকে বা বিরুদ্ধে বিষেদগার করতে থাকে।

এর পর ব্যলেন্স বলে আর কিছু থাকে না।


সব কমেন্টকারী আশা করে আমি তার উত্তর দেবো। না দিলে সে মনে করে,

- আমার কাছে জবাব নেই।

  • আমি হেরে গিয়ে পলাচ্ছি।
  • উনাকে ইগনোর করছি।
  • আমি কিছু জানি না। অজ্ঞ।

    এর পর জবাব দিলে আরম্ভ হয় লম্বা তর্ক। সে থেকে বিদ্বেষ। শত্রুতা।

    জবাব না দিয়ে কোনো কমেন্ট মুছে দিলেও সে রাগ করে।
    কিন্তু তখনকার ঝামেলা ঐ তর্ক-ঝগড়া-শত্রুতা থেকে অনেক কম।


    জবাব দিয়ে যদি তর্ক আরম্ভ করি তবে? আশে পাশের দশ গ্রাম থেকে সবাইকে ট্যগ করে ডেকে আনে তামাশা দেখার জন্য। এর পর ঝগড়া ঝাটির মাঝে পরিবেশ বলে আর কিছু থাকে না।

    নিজের সম্মান কিছু থাকলে সেটা চলে যায় তারো আনেক আগে।


    আমি গালি দেবো না। কিন্তু যে তর্ক করতে আসে সে গালি দেবে। তার না দেবার কোনো কারন নেই।


    না মুছে, না জবাব দিয়ে, যদি কমেন্টটা রেখে দেই?

    তাহলে সমস্যাগুলো,

    প্রথমতঃ নিরবতা সম্মতির লক্ষন ধরে নিয়ে সবাই মনে করে আমিও বোধহয় কমেন্টারের সাথে একমত। কারন সে আমার লিখার প্রশংশা করে ঐ সব এক্সট্রিম কথা বলছে।

    দ্বিতীয়তঃ প্রোপাগান্ডা ওয়ালারা তাদের প্রোপাগান্ডা মেটেরিয়েল একের পর এক পোষ্ট করতে থাকে: "টাই বাবা জাকির নায়েকের মুখোশ উন্মোচন" "কেউ না পড়ে যাবেন না: দরবারী আলেমদের উপর দালিলিক আলোচনা।"

    আমার স্টেটাসটার ঘাড়ে চড়ে চলে তাদের প্রোপাগান্ডার প্রচার প্রসার।

    তৃতীয়তঃ আপনার বাড়ির সামনে যদি কেউ ময়লা ফেলে এবং এটা যদি আপনি সংগে সংগে সরিয়ে না নেন, তবে কিছু দিন পর দেখবেন সবাই এখানেই ময়লা ফেলছে এটাকে ডাষ্টবিন মনে করে।


    যে কারনে আমি কমেন্ট মুছে দেয়া, জবাব দেয়ার থেকে উত্তম মনে করি।
    যদিও সে অফেন্ডেড হয়।
    এর পরও এটা পরবর্তি শত্রুতা থেকে ভালো।

      Comments:
    • ১ম ব্যক্তি যে আমার পজিশনের সাথে এগ্রি করলো :-P
    • ঠিক। You noticed it.

    29-Aug-2017 12:14 am

  • Published
    29-Aug-2017