Post# 1503921018

28-Aug-2017 5:50 pm



ছোটবেলায়,
সাদা দাড়ি বৃদ্ধ এক লোক তার ছোট ছেলের সাথে এসে আমাকে জিজ্ঞাসা করে, "ভাই এই নারিকেল গাছের মাথায় যে শুকনো পাতা আছে সেগুলো কি আমি কেটে নিতে পারি?"

বললাম "আমি মালিক না।"

সে বললো আচ্ছা। মুখে উজ্জল হাসি নিয়ে ছেলের কাধে হাত রেখে আস্তে আস্তে হেটে চলে গেলো। অথচ অন্যরা অনুমতি ছাড়াই কেটে নেয়।

কেন যেন জান্নাতি লোক মনে হলে এখনো আমার তার কথা মনে হয়।


আমি,
মাজহাবগত পার্থক্য জানি।
বিভিন্ন দলের আইডলজি গভীর থেকে বিশ্লেষন করতে পারি।
জমিয়ে তর্ক করা একটা খেলা।

আমি জান্নাতে থেকে নিজেকে অনেক দূরে দেখতে পাই।


মসজিদে,
সাধারন লোকেরা আসছে, নামাজ পড়ছে।
কাউকে বাধ্য করা হয় নি।
তারা আল্লাহর টানে এসেছে।

নামাজিদের দিকে তাকালে মনে হয় তার সম্পর্ক শুধু তার রবের সাথে।

প্রশ্ন,
এখানে কতজন মুরজিয়া?
কয়জন কুফর বিত তাগউত সম্পর্কে জানে?
কয়জন আশারি মাতুরিদি? কয়জন আথারি?
কয়জন জান্নাতি?

প্রশ্নগুলো জাগে?
না। কেন যেন এই প্রশ্নগুলো আমার অন্তরে জাগে না।

এই প্রশ্নগুলোর মুখোমুখি আমি শুধু ফেসবুকে হই।

    Comments:
  • Sorry.
  • আমার মন খারাপ হবে না। নেটে এরকম বহু ভিডিও-ছবি আছে। যে বাচতে চায় তাকে বেচে চলা শিখতে হবে।
  • নিজেকে বাচানো। আমাকে যেন কেউ এক্তেদা না করে। আলেমদের করতে হবে। আমার দোষ আছে।
  • তাতে লাভ নেই। নেটে এখন বহু গ্রুপ, বহু মত, বহু আলেম। কোথাও কোনো ঘাটতি নেই। এখানে আরেকজনের স্টেপ ইন করার প্রয়োজন নেই বা জায়গা নেই।
  • আমার স্পেসিফিক সেকটরটা কি সেটাই খুজছি।

28-Aug-2017 5:50 pm

Published
28-Aug-2017