Post# 1503841686

27-Aug-2017 7:48 pm


Self defense এর জন্য কোন martial art রিয়েল লাইফে সবচেয়ে বেশি effective?

লিজেন্ড বলে, চাইনিজ কুং ফু বা জাপানিজ জুজুৎসু বা Bruce Lee এর JKD. তবে রিয়েলিটি বলে, plain old Boxing. একটা ঘুষি মারতে পারলে বাকি সব শেষ হয়ে যায়। ডিফেন্স শেখা মানে, কি করে ঘুষি ঠেকাবেন সেটা শেখা।

এই অপবাদ থেকে মুক্তির জন্য রিসেন্টলি আরম্ভ হয় UFC এর MMA. বক্সিং আর মার্শাল আর্ট এর মিশ্রন।

সে থেকে হাইপ করা হয় Floyd Mayweather Vs. Conor Mcgregor এর ফাইট। এর একজন বক্সিং এর অপরাজিত চ্যম্পিয়ান। অন্যজন MMA এর টপ পার্ফমার। কে জিতবে?

অতঃপর আজকে ঐতিহাসিক ম্যচ হলো। প্লেইন ওল্ড বক্সিং আবার জিতেছে। No surprise there.

MMA ওয়ালাদের মন খারাপ করার দরকার নেই। তাদের পার্ফরমার ১০ রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন। Congrats.

তোমরা যারা IP Man ভক্ত। :V :-P

    Comments:
  • দেশে বোধহয় ট্রেইনিং সেন্টার নেই। তবে নিজে একটা Punching bag কিনে বাসায় প্রেকটিশ করতে পারেন। এতে আক্রমন প্রেকটিশ হবে। ঠেকানো প্রেকটিশের জন্য দুই জন লাগবে বা অন্য কোনো দেশে গিয়ে ট্রেনিং নিয়ে আসতে হবে। YouTube এ এর উপর বহু টিউটোরিয়াল পাবেন খুজলে as usual.
  • by the way, আজকে boxing ওয়ালার বডি সাইজ কিন্তু MMA ওয়ালার থেকে কম ছিলো। মানে MMA fighter বেশি শক্তিশালি ছিলো।
  • কিন্তু দেশের গুলোতে প্রেকটিক্যলিটির থেকে শো অফ, লেকচার, এবং হাবি জাবি করিয়ে সময় নষ্ট করে। এট লিষ্ট martial art center গুলোত এত দিন এই চলতো।
  • না নেই। আমিও কিন্তু দেখি নি। জাষ্ট নিউজ ফলো করেছি।
  • তাহলে কিছু দিন থাকবে। এর পর ডিমান্ড বাড়বে। সেখান থেকে কিছু ট্রেনিং নিয়ে হাবি জাবি পোলাপান নিজেরা ট্রেনিং সেন্টার খুলে বসবে। কোয়ালিটি ফল করবে।

27-Aug-2017 7:48 pm

Published
27-Aug-2017