যদি তাদের উপর ফেরেস্তা নামাতাম,
আর মৃতরা তাদের সাথে কথা বলতো,
আর সমস্ত কিছু তাদের কাছে একত্র করতাম, মুখোমুখি -
তবুও তারা বিশ্বাস করতো না, যদি না আল্লাহ চান।
তাদের অধিকাংশ অজ্ঞ।
এভাবে প্রত্যেক নবীর মাঝে শত্রু দিয়েছি শয়তানকে
মানুষ আর জ্বীন থেকে।
তারা এক দল অন্যকে সাজানো ধোকার কথা শিখিয়ে দেয়।
আপনার রব চাইলে এ কাজ করতো না।
তাদের ছেড়ে দিন, তাদের বানোয়াট কথায়।
যেন যারা আখিরাতে বিশ্বাস করে না
তাদের অন্তর সে দিকেই ঝুকে থাকে।
যেন যারা খারাপ কাজে লেগে আছে
তারা তাতে লেগে থেকে সন্তুষ্ট থাকে।
আমি কি আল্লাহকে ছেড়ে অন্য বিচারক খুজবো?
অথচ উনি তোমাদের উপর কিতাব নাজিল করেছেন, বিস্তারিত।
যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে এটা সত্যি আপনার রব থেকে নাজিল।
আপনি সন্দেহকারীদের একজন হবেন না।
আপনার রবের কথা পূর্ন হয়েছে, সত্য আর ন্যয় দিয়ে।
উনার কথার পরিবর্তনকারী নেই!
উনি সব শুনেন জানেন।
দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরন করলে
তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।
তারা নিজ ধারনার অনুসরন করে,
মিথ্যা ধারনা থেকে কথা বলে।
আপনার রব জানেন কে পথ থেকে সরে গিয়েছে,
আর কে সরল পথে আছে।
অতঃপর যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়েছে তা থেকে খান,
যদি উনার আয়াতে বিশ্বাসি হন।
- সুরা আল-আনআম, পৃষ্ঠা ১৫ থেকে।
- Comments:
- Fiber from home? How much do you pay for it?
- https://quran.com/6/111/
- https://www.youtube.com/watch?v=RkHBS4M3HR0&index=15&list=PLIlzHSKPhLjoJuTdveZs7mM-aAN-2-3nw&t=2s&spfreload=10