৬:১১৫
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلاً
لاَّ مُبَدِّلِ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আপনার রবের কথা পূর্ন হয়েছে, সত্য আর ন্যয় দিয়ে।
উনার কথার পরিবর্তনকারী নেই।
উনি সব শুনেন জানেন।
৬:১১৬
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الأَرْضِ
يُضِلُّوكَ عَن سَبِيلِ اللّهِ
إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنْ هُمْ إِلاَّ يَخْرُصُونَ
দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরন করলে
তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।
তারা নিজ ধারনার অনুসরন করে।
তাদের কথা মিথ্যা ধারনা থেকে।
শব্দ,
খারাস-মিথ্যা ধারনাপ্রসূত কথা : يَخْرُصُونَ