এই বছর পাকিস্তানের আদম শুমারি মতে জনসংখ্যা ২১ কোটি।
বাংলাদেশের ১৬ কোটি। শুমারিতে এসেছিলো ১৫ কোটি, এটা মানুষ গ্রহন করতে রাজি না বলে পলিটিক্যলি বাড়িয়ে ষোল কোটি বলা হয়। এই নিয়ে পলিটিক্যল ক্যচালের খবর ঐ সময়ে পত্রিকায় এসেছিলো।
স্বাধিনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিলো ৭ কোটি।
পাকিস্তানের ছিলো ৬ কোটি।
এটা নিয়ে পাকিস্তানিদের দাবি ছিলো নির্বাচন হলে সবসময় বাংগালি প্রেসিডেন্ট হবে, কারন তাদের জনসংখ্যা বেশি।
বাই দা ওয়ে। শুমারিতে লোক গুনা বাদ পড়ে না। যেটা বাদ পড়ে সেটার জন্য বাড়িয়ে ধরা হয়। প্রকৃত গননায় যদি ১৪ কোটি আসে তবে বাদ পড়েছে এস্টিমেট করে ১৫ কোটি হিসাব দেয়া হয়। এভাবেই ১৫ কোটি আসে। গননায় এসেছিলো ১৪ কোটি।
- Comments:
- Right. পাকিস্তানওয়ালারা নিয়ন্ত্রন পছন্দ করে না।
- বাংগালিদের থেকে বেশি স্বাধিন আছে, এট লিষ্ট এটা বলতে পারি। বহু বিবাহতে জনসংখ্যা বাড়ে না। কারন এক বিয়ে বা বহু বিয়ে কোনোটাতেই মেয়েরা আনমেরিড থাকে না।
- PIA এর ফ্লাইট বন্ধ আজকে অনেক বছর ধরে। :-P
- পৃথিবীর প্রায় সব দেশে ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে বেশি।