উনিই আল্লাহ, তোমাদের রব!
উনি ছাড়া কোনো ইলাহ নেই।
সব কিছুর স্রষ্টা, তাই উনার ইবাদত করো।
উনি সব কিছুর উপর উকিল।
দৃষ্টি উনাকে পায় না, উনি সকল দৃষ্টিকে পান।
উনি সুক্ষ্ম জ্ঞানী।
তোমাদের রবের থেকে এসেছে অন্তরদৃষ্টি।
যে দেখতে পাবে, তা নিজের জন্য।
যে অন্ধ হবে, তা তার উপর।
আমি তোমাদের রক্ষাকারী না।
বিভিন্নভাবে আয়াত বর্ননা করছি
যেন তারা বলে, আপনি দরস নিয়েছেন।
জ্ঞানিদের কাছে তা বর্ননা করার জন্য।
আপনার রব থেকে যে ওহি এসেছে সেটার অনুসরন করুন।
উনি ছাড়া কোনো ইলাহ নেই।
এবং মুশরিকদের থেকে সরে যান।
যদি আল্লাহ তাই চাইতেন তবে তারা শিরক করতো না।
আপনাকে তাদের রক্ষাকারী করি নি,
আপনার উপর তাদের দায়িত্ব না।
আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে তারা ডাকে,
সেগুলোকে গালি দিবে না।
তাহলে তারাও শত্রুতা করে আল্লাহকে গালি দেবে, না জেনে।
এভাবে সব জাতির কাছে নিজেদের কাজকে সুন্দর করে রাখি।
এরপর তাদের রবের কাছে ফিরবে।
তাদের জানানো হবে কি করে এসেছে।
শক্ত শপথে তারা আল্লাহর নামে কসম করে যে-
কোনো নিদর্শন আসলে তারা বিশ্বাস করতো।
বলে দিন নিদর্শন আল্লাহর কাছে।
কে তোমাদের বুঝাবে! নিদর্শন আসলেও তারা বিশ্বাস করতো না।
আমি তাদের অন্তর আর চোখকে ঘুরিয়ে দেবো,
যে রকম তারা প্রথমবার এতে বিশ্বাস করে নি।
তাদেরকে ছেড়ে দেবো নিজেদের অবাধ্যতার মাঝে বিভ্রান্ত হয়ে ঘুরার জন্য।
- সুরা আল-আনআম, ১৪ পৃষ্ঠা থেকে।
- Comments:
- হোস্টিং এ খরচ ৪০০ টাকা মাসে [পাচ ডলার]। রুট একসেস দিয়ে আপনাকে একটা মেশিন দিয়ে দেবে। যে অপারেটিং সিসটেম ইচ্ছা ইনসটল করে নিতে পারবেন। যত ইচ্ছা ডোমেইন সাব ডোমেইন। যত ইচ্ছা সার্ভিস সফটওয়ার মেইল। যা ইচ্ছে।
- কমপারেটইভলি বেশি। কারন এখন বোধহয় ৫০০ টাকায় ১ বছরের হোস্টিং পাওয়া যায় অন্যদের থেকে।