Post# 1503657585

25-Aug-2017 4:39 pm


সুরা আল-আনআম পড়ে যা বুঝেছি।

৬:৬৮ থেকে। নাস্তিকরা যখন রাসুলুল্লাহ ﷺ, আল্লাহ বা কোরআনকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে তখন তাদের ঐ কথাগুলো শুনবো না। বরং সেখান থেকে চলে আসতে হবে। যদি ভুলে কিছু শুনেও ফেলি, তবে মনে হওয়া মাত্রই সরে আসতে হবে।

৬:৩৫ থেকে। দাওয়াহ দেবার জন্য একেবারে ডেসপারেট হবার দরকার নেই। আল্লাহ তায়ালা চাইলে দুনিয়ার সব মানুষকে একবারেই হিদায়াত দিতে পারতেন।

৬:৪৪ থেকে। কুফরি করলে আল্লাহ তায়ালা কাফেরদের উপর বরং উনার নিয়ামত প্রথমে বাড়িয়ে দিবেন। এ দেখে যেন আমি কনফিউজড না হই।

25-Aug-2017 4:39 pm

Published
25-Aug-2017