Post# 1503640644

25-Aug-2017 11:57 am


আল্লাহ দানা-বীজকে ফুটান।
মৃত থেকে জীবিত বের করেন, আবার জীবিত থেকে মৃত।
এ হলেন আল্লাহ! কোথায় ধোকায় পড়ছো?

ভোরকে ফুটান, রাত করেন শান্তির।
হিসাব রাখার জন্য চাদ-সূর্য।
এসব নির্ধারিত মহান জ্ঞানীর।

উনি তারকা দিয়েছেন।
যেন স্থলে-জলের অন্ধকারে এ দিয়ে পথ খুজে পাও।
বিভিন্ন ভাবে আয়াত বললাম, জ্ঞানিদের জন্য।

তোমাদের বিস্তার করেছেন এক জন থেকে।
এর পর থাকার জায়গা, রাখার জায়গা দিয়েছেন।
বিভিন্ন ভাবে আয়াত বললাম, চিন্তাবিদদের জন্য।

আকাশ থেকে পানি নামান।
এ থেকে সকল গাছ বের করি।
এ থেকে সবুজ ফসল।
এ থেকে স্তরে স্তরে শস্য।
আর খেজুর গাছ, যার কাদি বেরিয়ে ঝুলে থাকে।
আংগুর, জলপাই, ডালিমের বাগান।
সব একই রকম, তবুও ভিন্ন।
দেখো সেই ফল, যখন তা ফলে আর পাকে।
এর মাঝে আছে বিশ্বাসিদের জন্য নিদর্শন।

তারা জ্বীনদের আল্লাহর সাথে শরিক করে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন।
পুত্র-কন্যা আছে বলে দোষারোপ করে, না জেনে।
আল্লাহ পবিত্র তাদের বর্ননার উপরে।

তিনি শুরু করেছেন আসমান-জমিন।
কি করে উনার পুত্র হবে যেখানে সংগী নেই?
বরং উনি সব কিছু সৃষ্টি করেছেন, উনি সব জানেন।

- সুরা আল-আনআম, ১৩ পৃষ্ঠা থেকে।

25-Aug-2017 11:57 am

Published
25-Aug-2017