সামনের সময়টা মু'মিনদের জন্য খুব চ্যলেঞ্জিং হবে।
বিশ্বাসিদের মানুষ অবিশ্বাস করবে। অবিশ্বাসিদের বিশ্বাস করবে। ব্যসিক্যলি কাকে বিশ্বাস করতে হবে কাকে করতে হবে না এটা নিয়ে সবাই কনফিউজড হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত যাকে বিশ্বাস করবে সে হবে খারাপ কেউ।
মুসলিমরা ঈমানহারা হতে থাকবে। সবাই না তবে প্রচুর সংখ্যায়। এক রাতে বা এক দিনের মাঝে মানুষ আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। এখনকার মত ধীরে না।
এবং ঈমান নিয়ে চলাটা দিনে দিনে মানুষের জন্য কষ্টকর হতে থাকবে। এখন যতটুকু কষ্টের তার থেকে আরো অনেক বেশি। এমন কি মৃত্যুর জন্য কান্নাকাটি করতে থাকবে।
উপরের সবগুলো সামনে হবে। এখন এরকম হয়ে গিয়েছে সে কথা বলছি না।
আল্লাহ তায়ালা আমাদের ঈমান ও নিরাপত্তার সাথে রাখেুন।
- Comments:
- এই পোষ্টে কোনো প্রশ্ন বা ব্যখ্যা নিতে পারছি না বলে দুঃখিত।