শতভাগ শান্তি-নম্রতা ভালো কিছু না। কিছু কঠোরতা দরকার আছে।
১
মদিনার ইহুদিরা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে। রাসুলুল্লাহ ﷺ তাদের বিচারে দাড় করান। তারা বলে আমরা ইহুদি, তাই ইহুদি আইনেই আমরা নিজেদের বিচার চাই। কে বিচার করবে সেটাও তারা বলে দেয়। ইহুদিদের টপ আলেম হবে তাদের বিচারক।
বিচারক হুকুম দিলেন: যদি ইহুদি মতেই বিচার হয় তবে তাদের সবাইকে হত্যা করতে হবে। করা হলো।
স্কুল জীবনেই এই কাহিনী পড়েছি। তখনো সেখানে আপত্তির কিছু দেখি নি। বড় হবার পর এখনও বুঝি এর থেকে বড় ইনসাফ আর হয় না।
২
কিছু লোক আমার কাছে এসে নতুন ইসলাম গ্রহন করলো। অনাহার অসুস্থ অবস্থায় আমার কাছে সাহায্য চাইলো। আশ্রয় দিলাম। সুযোগ পেয়ে আমার পরিজনকে খুন করে আমার মাল লুট করে পালালো। "হা হা আমরা মুসলিম না"
এটাও ছোট বেলায় পড়েছিলাম। তখন মনে হয়েছিলো তাদের যে শাস্তি দেয়া হয়েছে, সেটা স্বল্প হয়ে গিয়েছে।
৩
বৈজ্ঞানিক এথিকস বলে কিছু নেই। দুনিয়াতে যত এথিকস আছে সব এসেছে আল্লাহ থেকে। আদি যুগের নবী রসুলদের শিক্ষা থেকে আরম্ভ করে।
রাস্তার মোড়ে যে অন্ধ ফকির ভিক্ষা করছে তাকে আমি ১০ টাকা দান করবো। তার কষ্টের পুরষ্কার সে আল্লাহর কাছে পাবে। আমার সাহায্যের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। সে আমার জন্য আল্লাহর নিয়ামতের রিমাইন্ডার।
তবে বৈজ্ঞানিক এবং যুক্তিযুক্ত কাজ কি হতো? তাকে হত্যা করা! তাকে তার কষ্ট থেকে মুক্তি দেয়া হলো। আর সমাজকে একটা আনপ্রডাকটিভ বোঝা থেকে মুক্তি দেয়া হলো।
কেন বৈজ্ঞানিক এথিকস বলতে কিছু নেই? তার কারন এখান থেকে আরম্ভ।
৪
গত বছর গরুর রক্তে ঢাকার রাস্তা লাল হয়ে গিয়েছিলো। বৃষ্টির পানিতে। এ ছবি চলে যায় আন্তর্জাতিক মিডিয়াতে। এ বছর বর্ডারলাইন আস্তিক-নাস্তিকরা এ নিয়ে এথিক্যল সমস্যায় ভুগছে। প্লাস ক্যটালিস্ট বন্যা।
কোরবানী সবার জন্য না। মু'মিনদের জন্য। আল্লাহ তায়ালা এর উপর কিছু ক্যটালিষ্ট দিয়ে দেন সময়ে সময়ে। ময়লা সাফ করার জন্য।
৫
আখিরাত আছে এবং কোরআন আল্লাহর পাঠানো -- এই বিশ্বাস নিয়ে যে কাজ করে তার যেই জাজমেন্ট। আর এই সকল কাজ শুধু প্রচলিত কালচার মনে করে যে করে তার যেই জাজমেন্ট -- দুটোয় অনেক ফারাক।
আল্লাহ তায়ালা যেন আমাদেরকে মু'মিনদের সংগে রাখেন।
- Comments:
- বাইতুল মুকাররমের নিচে বইয়ের দোকানগুলোতে পাবেন। শেলফে সাজিয়ে রাখে অনেক কপি। দেখে কিনতে পারবেন। কারন একই রকম হলেও এটার ছোট-বড় সাইজ আর নতুন-পুরানো ভার্শনে কিছু পার্থক্য আছে।
- না ক্ষেপি নি। নিজেকে উদ্দ্যশ্য করে কথাগুলো ছিলো। আমিও কনফিউজড। কিছুটা। অপশন নেই।