Post# 1503497283

23-Aug-2017 8:08 pm


এখন ফতোয়া খুজতে হবে:

আমাদের নব্য কলাবিজ্ঞানী যদি ১০ বছর আগে ঈমান হারিয়ে থাকেন, তবে উনার পেছনে যারা এই দশ বছর মসজিদে নামাজ পড়েছেন তাদের কি এই ১০ বছরের নামাজ দোহরাতে হবে?

জানা নেই।

যদি বলা হয় উনি যেহেতু নাস্তিকতা অন্তরের ভেতরে রেখেছেন বাহিরে প্রকাশ করেন নি তাই এটা প্রযোজ্য হবে না।

তাহলে প্রশ্ন থেকে যায়: ভদ্রলোক ঢাকা থেকে কলকাতা হয়ে নেপালের প্লেনের টিকেট তো একদিনে সংগ্রহ করেন নি। এখানে কয়েক বছরের গোপন যোগাযোগ হয়েছে উনার গ্রুপের সাথে যেখানে উনি নাস্তিকতা প্রকাশ করেছেন, পরিকল্পনা করেছেন, এই সব বনু কুরাইজার যুক্তিগুলো শিখেছেন, এবং apparently এর মাঝে অনেক কবিতাও লিখেছেন। এগুলো সব উনার নাস্তিকতার প্রকাশ, যদিও ভিন্ন একটা গ্রুপের কাছে।

নামাজ দোহরাতে হবে কিনা সেই প্রশ্নের জবাব হয়তো কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ। বা অলরেডি দেয়া আছে। শুধু জেনে নিতে হবে। যেহেতু এ ধরনের ঘটনা একদম নতুন না।

    Comments:
  • এটা আহলে হক মিডিয়াতে পোষ্ট করলে ফারাজি সাহেব উত্তর দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমার জানা নেই। :-)
  • http://ahlehaqmedia.com

23-Aug-2017 8:08 pm

Published
23-Aug-2017