১
মুরতাদ হয়ে যাবার পর মানুষ হেফজ ভুলে যায়। উনিও খুব দ্রুত সব ভুলে যাবেন যদি ফিরে না আসেন। শুধু দুই একটা আয়াত ছাড়া যেগুলো দিয়ে রেফারেন্স দিবেন।
অতীত ইতিহাসের এরকম দুটো ঘটনার বর্ননা পড়েছি।
... মুসলিমরা তার সাথে দেখা করার পর জিজ্ঞাসা করলো, "আপনি যা পড়েছিলেন সব ভুলে গিয়েছেন? কিছু মনে আছে?"
জবাব দিলেন, "কিছু মনে নেই শুধু এই এক আয়াত ছাড়া _____।"
২
শিয়ারা হাফেজ হতে পারে না এটা মশহুর। মশহুর মানে সাধারন ভাবে মানুষ একথা জানে।
কোনো এক বইয়ে পড়েছিলাম।
...এক শহরে একজন বললো "রাফেজিরা হাফেজ হতে পারে না।"
শুনে অন্য এক লোক উত্তর দিলো "আমি রাফেজি, এবং আমি হাফেজ।"
এটা বলার সাথে সাথে ঐ লোক কোরআন শরিফ ভুলে যায়।
৩
কেউ সুন্নি এবং মুরতাদ না, এর পরও ভুলে যেতে পারে। আমল বা চরিত্র খারাপ হলে। কিন্তু এই ব্যপারে বেশি বললাম না।
Lets not get too negative.
আল্লাহ তায়ালা আমাদের সরল পথের উপর রাখুন। বেশি উপরে না, আবার বেশি নিচেও না।
- Comments:
- কাইন্দা লাইছি :'(