সালফিদের সাথে হাম্বলিদের আরেকটা পার্থক্য।
"সব জয়িফ হাদিসের উপর আমল করা হয় না, আবার সব জয়িফ হদিস পরিত্যাজ্য-আমল করা যাবে না এরকমও না। এবং এ ব্যপারে আলেমদের মাঝে কোনো দ্বিমত নেই।"
বিশেষ করে ২০০০ সাল পূর্ব সালাফিদের সাথে এটা একটা বিরাট পার্থক্য। যখন জয়িফ হাদিসকে জাল হাদিসের মত পরিত্যাজ্য গন্য করা হতো। এবং কোনো জয়িফ হাদিসের উপর আমল করাকে পথভ্রষ্টতা গন্য করা হতো।