রিসেন্টলি যে ভদ্রলোক মুরতাদ হয়েছেন, উনার ব্যপারে এখন ফেসবুকে যে থিউরি সবচেয়ে জনপ্রীয় সেটা হলো উনি আগে থেকেই ধর্মত্যগী। এবং কোনো স্লিপার এজেন্ট ছিলেন সময় মত একটিভ হয়েছেন।
এর সাথে আগে এরকম যারা স্লিপার ধরা পড়েছে তাদের ১০-১২ জনের একটা লিষ্ট। আরেক স্টেটাসে।
ইন্টারেষ্টিংলি দেখলাম ঐ লিষ্টে একজন আছেন যিনি ১৪ বছর কুমিল্লা ক্যন্টনম্যন্টে ইমামতি করার পর ধরা পড়ে উনি আসলে হিন্দু। এক মন্ডপে পুজা করছিলেন।
আর এই ভাই ও ঢাকা ক্যন্টনম্যন্টের এক মসজিদে ইমামতি করতেন।
এনালাইসিস : কিছু বললাম না। কারন বলেছিলাম কিছু বলবো না। :V
শুধু ইন্টারেস্টিং ফ্যক্ট হিসাবে দিলাম। যেহেতু আমি কন্সপাইরেসি থিউরিতে বিশ্বাস করি না।
- Comments:
- অকে। কন্সপাইরেসি থিউরিগুলো কমেন্ট থেকে মুছে দিচ্ছি। তা না হলে আলোচনা off-limit চলে যেতে সময় লাগবে না। :V
- Relevant:
https://www.facebook.com/permalink.php?story_fbid=166951570539429&id=100016737601533&pnref=story - নিঃসন্দেহে। আর অবিশ্বাসের ঘোড়া ছুটিয়ে দিলে এটা বাড়তে থাকবে। ঐ পর্যন্ত যে কোনো আলেমের কথা পছন্দ না হলে, তার ব্যপারে বলবো "সে শ্লিপার এজেন্ট, ছুপা নাস্তিক। এরকম ঘটার প্রমান আছে। ঐ যে সেই লোকের কাহিনী জানেন না?"
- Relevant:
https://www.facebook.com/mizan.harun/posts/2017206558508819 - Relevant
https://www.facebook.com/habib.dhaka/posts/10150645815668176 - মারধর এর ব্যপারে আমি একমত। যৌন নির্যাতনের ব্যপারে সবাই একমত দ্বিমত কেউ নেই। বাকিগুলোর ব্যপারে করতে গিয়ে আলিয়া মাদ্রাসা এখন স্কুল বানিয়ে ফেলেছে যেখানে আর ইসলামের কিছু পড়ানো হয় না।
- যুগটা যেহেতু স্পেশেলাইজেশনের তাই স্পেশেলাইজড না হলে ফিল্ডে দাম পাওয়া যাবে না। সে হিসাবে কওমি সিলেবাসে আমি মন্দ কিছু দেখছি না।
প্লাস ইঞ্জিনিয়ারিংয়ে পড়া দিনগুলো যদি মনে রাখেন, যে কোনো ক্লাসে ১০% ছাত্র শুধু শিখে। বাকিরা সময় নষ্ট করে। মাদ্রাসাও হয়তো এর ব্যতিক্রম না।
- এগুলো সমযের সাথে সাথে আসে। সত্যিকারে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়েও কারিকুলামের বাইরে কিছু শেখায় না। এবং সেখানেও জীবনের প্রয়োজনীয় জিনিসের ১০%ও নেই।
- ঠিক। পশ্চিমা দেশেগুলোতে যে মাদ্রাসা আছে সেগুলোতেও এক্সট্রা কারিকুলাম একটিভিটি প্রচুর। তাই আমাদের সমস্যাটা পুরো জাতির। শুধু একটা গ্রুপের না।
- আমি বা আপনি বা অন্য কেউ যেটাকে ইফেক্টিভ মনে করছে সেটাও কতটুকু ইফেক্টিভ সেই প্রশ্ন সবসময় রয়ে যায়। এটা থেকেও মতবিরোধ হয়।