Post# 1503191939

20-Aug-2017 7:18 am


তারা আল্লাহকে যোগ্য সম্মান করে নি,
যারা বলে: কোনো মানুষের উপর আল্লাহ কিছু নাজিল করেন নি।
বলেন, মুসা যে কিতাব এনেছিলো তা কে নাজিল করেছিলো?
সেটা ছিলো মানুষের জন্য নূর আর হিদায়াত।
যার কিছু তোমরা কাগজে প্রকাশ করো, অধিকাংশ গোপন করো।
তোমাদের শেখানো হয়েছিলো যা তোমরা বা তোমাদের বাপ-দাদারা জানতো না।
বলেন: আল্লাহ!
এর পর তাদেরকে তর্ক খেলার মাঝে ছেড়ে দিন।

এই কিতাব নাজিল করেছি বরকতময় করে,
এর আগের গুলোর সমর্থক করে।
যেন আপনি মক্কা আর আশে-পাশের লোকদের সাবধান করতে পারেন।
যারা আখিরাতে বিশ্বাস করে তারা
এতে বিশ্বাস করে আর নামাজের হেফাজত করে।

তার থেকে বড় জালিম কে, যে আল্লাহকে নিয়ে মিথ্যে বলে?
যে বলে, আমার উপর ওহি এসেছে, অথচ তার উপর কোনো ওহি আসে নি।
যে বলে, আল্লাহ যেমন নাযিল করেছেন, আমিও নাজিল করে দেখাচ্ছি।
যদি দেখতেন, যখন-
যালেমরা থাকবে মৃত্যু যন্ত্রনায়।
ফিরিস্তারা হাত বাড়িয়ে দিয়েছে, তোমাদের জান বের করে দাও!
তোমাদের জন্য আজকে অপমানকর আযাব,
আল্লাহকে নিয়ে যেই মিথ্যে বলতে তার কারনে।
উনার আয়াতের সামনে তোমরা অহংকার করতে।

তোমরা একা এসেছো, যেভাবে প্রথম সৃষ্টি করেছিলাম।
যা দিয়েছিলাম সব পিছে ফেলে।
তোমাদের সেই সুপারিশকারীদের দেখছি না,
যাদেরকে শিরকে ধারনা করতে।
তোমাদের সম্পর্ক কেটে গিয়ছে, দাবি সরে গিয়েছে।

- সুরা আল-আনআম, ১২ পৃষ্ঠা থেকে।

20-Aug-2017 7:18 am

Published
20-Aug-2017