কিছু আছে আল্লাহর হক। যেমন নামাজ, কোরবানী।
কিছু আছে বান্দার হক। যেমন বন্যার্তদের সাহায্য।
দুটো আলাদা করে পূর্ন করতে হয়। দুটোই নিজের থেকে দিয়ে।
আল্লাহর হক থেকে নিয়ে বান্দার হক পূর্ন করি না।
বা বান্দাদের হক থেকে নিয়ে আল্লাহর হক পূর্ন করি না।
যেরকম আমরা কাউকে বলি না "ভাই কেউ নামাজ পড়বেন না। বরং এই সময়টা আসেন জনসেবা করি। মানব সেবা পরম ধর্ম।"