Post# 1502991760

17-Aug-2017 11:42 pm


কুরবানী না করে দান?


গতবছর এরকম একটা খবর এসেছিলো। কোন ওয়ার্ড কমিশনার মহিলা কোরবানি না করে গরু বিক্রি করে দিয়ে টাকা দান করে দিয়েছিলো। শেয়ার করেছিলাম খবরটা প্রথমে। পরে মহিলার ছবি কেন শেয়ার করলাম এটা নিয়ে ইসলামিস্টরা আপত্তি জানানোর কারনে সরিয়ে দিয়েছিলাম :-)


সত্যিকারে মুসলিম যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী দেয় তারা কেউ এই ফাদে পড়বে বলে আমি বিশ্বাস করি না।

সেকুলার মনা কেউ যদি এরকম করে, তবে তার সমস্যা কোরবানী না বরং সমস্যা আরো গভীরে। সেটা আগে ঠিক করতে হবে।

সাধারন মুসলিমরা এই টাইপের সেকুলারদের থেকে দ্বীনের আহকাম শেখে না। তাই আমার ভয় এই দিক থেকে না। বরং সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের প্রচার আরম্ভ হয় তবে সে দিকে ভয় বেশি।


সাধারন ভাবে আল্লাহ তায়ালা আমাকে যতটুকু কোরবানী দেবার সামর্থ দিয়েছেন, বন্যার্তদের সাহায্য করার নিয়তে এ থেকে বিন্দু মাত্র কমাবো না ইনশাল্লাহ।

আগে যদি দুই গরু দেই তবে এবারও দুই গরু। এই বছর এক গরু দিয়ে অন্য গরুর টাকা দান করবো না।

17-Aug-2017 11:42 pm

Published
17-Aug-2017