যারা ঈমান এনেছে, আর ঈমানের সাথে জুলুম মিশায় নি,
তাদের জন্য নিরাপত্তা, তারা হিদায়াত প্রাপ্ত।
এ ছিলো আমার যুক্তি
যা ইব্রাহীমকে দিয়েছিলাম তার কওমের উপর।
যাকে ইচ্ছে আমি বহুস্তর উপরে উঠাই।
আপনার রব বিজ্ঞ, জানেন।
আর উনাকে দান করেছি ইসহাক, ও ইয়াকুব।
সবাইকে পথ দেখিয়েছি, নুহকে পথ দেখিয়েছি তারও আগে।
উনার বংশধারায় এসেছে দাউদ, সোলায়মান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন।
এভাবে সৎ লোকদের পুরষ্কার দেই।
জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলইয়াস সবাই নেককার ছিলেন।
ঈসমাইল, ইয়াসাআ, ইউনুস, লুত প্রত্যেককে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
তাদের পূর্বপুরুষ, পরবর্তি বংশধর, ভাইদের থেকে নির্বচিত করেছি ও সরল পথ দেখিয়েছি।
এটা আল্লাহর হিদায়াত,
যা দিয়ে উনার আবেদদের মাঝে যাকে ইচ্ছা হিদায়াত দেন।
যদি তারা শিরক করতো তবে তাদের আমল বাতিল হয়ে যেতো।
উনাদেরকে কিতাব, হুকুমত, নবুয়ত দিয়েছি।
যদি তারা এতে কুফরি করতো তবে
দায়িত্ব দিতাম এমন কওমকে যারা কুফরি করতো না।
আল্লাহ তাদের সৎ পথে চালিয়েছেন,
তাই তাদের সৎপথের অনুসরন করুন।
বলে দিন, এর জন্য আমি তোমাদের কাছে টাকা চাইনা।
এ মনে করিয়ে দেবার জন্য, সব দুনিয়াকে।
- সুরা আল-আনআম, ১১তম পৃষ্ঠা থেকে।