"লিবারেল-কনজার্ভেটিভ এগুলো কি?"
পশ্চিমা বিশ্বে রাজনিতীতে দুটো বিপরিত দিক।
কনজার্ভেটিভ মানে রক্ষনশীল। ধর্মপ্রান, খৃষ্টান ধর্মের কাছা কাছি থাকার চেষ্টা করে। নিজেদেরকে অন্যদের থেকে উত্তম মনে করে। জাতীতে-সাদা কালোতে পার্থক্য আছে বলে বিশ্বাস কর, নারি-পুরুষে পার্থক্য আছে দেখে। তারা যুদ্ধ, অস্ত্র এর পক্ষে।
লিবারেল মানে উদার। ধর্ম থেকে দূরে থাকে। সবাইকে সমান মনে করে। শন্তির পক্ষে।
চরম কনজার্ভেটিভরা হিটলারের নাজীদের মত হয়ে যায়।
আবার চরম লিবারেলরা কমুনিজমের দিকে ঝুকে যায়।
"ডানপন্থি-বামপন্থি এরা কারা?"
কনজার্ভেটিভদের বলে ডানপন্থি।
লিবারেলদের বামপন্থি।
"কারা লিবারেল দল সাপোর্ট করে আর কারা কনজার্ভেটিভ?"
সাধারনতঃ গরিব এবং নাস্তিকরা লিবারেল দলগুলোর সাপোর্টার।
ধনী এবং ধর্মপরায়নরা কনজার্ভেটিভ।
ট্রাম্প হলো কনজার্ভেটিভ।
ওবামা ছিলো লিবারেল।
বাংগালি যারা পশ্চিমা বিশ্বে যায়, তারা পশ্চিমের লিবারেল দলগুলোকে সাপোর্ট করে।
"বাংলাদেশে কোন রাজনৈতিক দল লিবারেল, কোনটা কনজার্ভেটিভ?"
জানা নেই। :-)